গাজীপুরে মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।
শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে জয়দেবপুর রেলস্টেশনের দক্ষিণে কাজীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
এতে চালকসহ কয়েকজন আহত হয়েছেন। লাইনচ্যুত হয়েছে অন্তত পাঁচটি বগি।
স্টেশন মাস্টার হানিফ মিয়া জানান, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেন ঢাকা যাচ্ছিল। ট্রেনটিতে যাত্রী কম ছিল। সিগন্যাল ম্যানের ভুলের কারণে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়েছে।
ঘটনার পর কমিউটার ট্রেনের চালকসহ চারজনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।