হাসিনা সরকারের সাবেক তথ্যমন্ত্রী ইনু গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার বিকেলে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগের উপ-কমিশনার ফারুক হোসেন জানান, হাসানুল হক ইনুকে নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল জাসদ। হাসানুল হক ইনু গত সংসদ নির্বাচনে কুষ্টিয়ায় প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে হেরে যান।