গাজীপুরে ভয়ংকর মাদক আইস উদ্ধার, গ্রেফতার ২
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে ভয়ংকর মাদক আইসসহ দুজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
নগরীর কাথোরা এলাকায় শনিবার বিকেলে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন বাউপাড়া এলাকার বাদল খানের ছেলে সোহাগ খান (২৮) ও টেক কাথোরা এলাকার কোরবান আলীর ছেলে মোশারফ হোসেন (৪৪)।
পুলিশ জানায়, অভিযানে চিনি সদৃশ ৫০০ গ্রাম আইস উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক এক কোটি টাকা।
জিএমপির উপ-কমিশনার (মিডিয়া) কামাল হোসেন জানান, সোহাগ ও মোশারফ কক্সবাজারের টেকনাফ ও উখিয়া থেকে মাদকদ্রব্য এনে গাজীপুরে বিক্রি করছিলেন। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।