গাজীপুরে মাইক্রোবাসের সিলিন্ডারে ২০ কেজি গাঁজা, গ্রেফতার ২
মেহেদী হাসান সবুজ : গাজীপুরে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সদর উপজেলার বাড়ীয়া ইউনিয়নের আমতলী বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোস্তাক আহমেদ (২৩) ও মিলন হোসেন (৩৪) নওগাঁ জেলার বাসিন্দা।
এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাসও আটক করা হয়। জব্দকৃত গাঁজার মূল্য প্রায় চার লাখ টাকা।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম জানান, ওই গাঁজা ১০টি প্যাকেটে গাড়ির গ্যাস সিলিন্ডারের ভেতরে ঢুকিয়ে পাচার করা হচ্ছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।