কাপাসিয়া ও কালীগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়া ও কালীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে বৃষ্টিপাতের সময় এ ঘটনা দুটি ঘটে।
স্থানীয়রা জানান, কাপাসিয়ার রায়েদ ইউনিয়নের ভূলেশ্বর গ্রামের ইফাজ উদ্দিন সিকদার (৬০) মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে কালীগঞ্জের তুমুলিয়া ইউনিয়নের টেক মানিকপুর গ্রামের শুক্কুর আলী (৫৫) মাঠে কাজ করছিলেন। তখন বজ্রপাতের মধ্যে পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন আলী এ তথ্য নিশ্চিত করেন।