গাজীপুরে হোপ ফর চিলড্রেনের স্কুল ব্যাগ পেল ১৫০ শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫-১০ বছর বয়সী ১৫০ জন অনগ্রসর শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
শনিবার নগরীর ২২ নং ওয়ার্ডের নান্দুয়াইন এলাকায় হোপ ফর চিলড্রেন প্রকল্পের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলিভার্স ইস্টার্ন চার্চ বাংলাদেশের ঢাকা ডায়োসিসান সেক্রেটারি রেভা. ফাদার পিটার বর্মন।
এ সময় তিনি প্রকল্পের আওতাধীন উপকারভোগী শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত ও লেখাপড়ায় মনোযোগী হওয়ার উপদেশ দেন।
হোপ ফর চিলড্রেন প্রকল্পের কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরার সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক জাকির হোসেন, লুৎফর রহমান, গজারিয়াপাড়া মডেল একাডেমির প্রধান শিক্ষক অনিমা দাস প্রমুখ।