গাজীপুরের বাউপাড়া বিটে ৫০ লাখ টাকার বনভূমি উদ্ধার
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ।
বুধবার ভাওয়াল জাতীয় উদ্যান রেঞ্জের বাউপাড়া বিটের গজারিয়াপাড়া এলাকার দুলালেরচালা নামক স্থানে এ অভিযান চালানো হয়।
এ সময় ৫ আগস্ট পরবর্তী সময়ে আড়াইশ প্রাসাদ মৌজার প্রায় ১৪ শতাংশ সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে ওঠা সাতটি টিনশেড বাড়িঘর উচ্ছেদ করা হয়।
বাউপাড়া বিট কর্মকর্তা আবুল কালাম সামসুদ্দিন ঘটনার আড়ালে-কে জানান, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তারের নির্দেশনায় অভিযান চালানো হয়েছে। উদ্ধারকৃত বনভূমির বর্তমান বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা। উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় উদ্যান রেঞ্জ কর্মকর্তা শাকেরা আক্তার শিমু, ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম, বারুইপাড়া বিট কর্মকর্তা নাসির উদ্দিন, ভবানীপুর বিট কর্মকর্তা মিজানুর রহমান, রাজেন্দ্রপুর পশ্চিম বিট কর্মকর্তা হাফিজুর রহমান, বিকেবাড়ি বিট কর্মকর্তা কামরুজ্জামান মোল্লা প্রমুখ।