গাজীপুরে হোপ ফর চিলড্রেন প্রকল্পের কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে বিলিভার্স ইস্টার্ন চার্চের অন্যতম সেবামূলক প্রতিষ্ঠান হোপ ফর চিলড্রেন প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার মহানগরীর ২২ নং ওয়ার্ডের নান্দুয়াইন এলাকায় সংস্থাটির বাংলাদেশের ঢাকা ডায়োসিসের ভিকার রেভা. ফা. পিটার বর্মন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সূচনা বক্তব্যে প্রকল্প পরিচালক সজীব ত্রিপুরা প্রকল্পের বিস্তারিত কার্যক্রম তুলে ধরেন।

এ সময় প্রজেক্ট কো-অর্ডিনেটর মাল সম থাংয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন মোবারক হোসেন, লুৎফর রহমান, রমজান আলী, জাকির হোসেন প্রমুখ।

উল্লেখ্য, প্রকল্পটির মূল্য লক্ষ্য ও উদ্দেশ্য হলো শিশুদের শিক্ষা, স্বাস্থ্য এবং চরিত্র গঠনের পাশাপাশি কমিউনিটির উন্নয়ন করা। ৫-১০ বছর বয়সী ১৫০ জন শিক্ষার্থীকে প্রকল্পে যুক্ত করা হয়েছে।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker