গাজীপুরের গাছা প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত

হালিম মিয়া : গাজীপুর মহানগরীর গাছা প্রেসক্লাবের ১৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

ক্লাবের বোর্ডবাজারস্থ কার্যালয়ে সোমবার এ কমিটি ঘোষণা করা হয়।

এতে সভাপতি পদে আমির আলী (দৈনিক অধিকরণ ও ডেইলি ট্রাইব্যুনাল) এবং সাধারণ সম্পাদক পদে আবদুল হামিদ (দৈনিক মুক্ত খবর) নির্বাচিত হন।

কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি আরিফ মৃধা (এশিয়ান টিভি), সহ-সভাপতি আশরাফুল আলম মন্ডল (ভোরের চেতনা), এমারত হোসেন বকুল (সংবাদ মোহনা), যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম (আনন্দ টিভি), সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (অর্থদৃষ্টি), সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম (নতুন দিন), অর্থ সম্পাদক নজরুল ইসলাম (ভোরের দর্পণ), দপ্তর সম্পাদক মাজনুন মাসুদ (পল্লী বাংলা), মহিলা বিষয়ক সম্পাদক সাবরিনা জাহান ময়না (আলোকিত প্রতিদিন) ও প্রচার সম্পাদক আর কে রেজা (চ্যানেল এস)।

নির্বাহী সদস্যরা হলেন মাহবুবুল আলম (এটিএন নিউজ), রেজানুর ইসলাম (অগ্রযাত্রা), জামাল উদ্দিন (মুক্ত বলাকা), মামুন সরকার (বাংলাদেশ সমাচার) ও সেলিম হোসেন (বাংলানিউজ টিভি)।

আরও খবর

Back to top button