গুমের মামলায় হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক : গুমের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার ও ট্রাইব্যুনালের সদস্য মোহিতুল হক এনাম চৌধুরী এ আদেশ দেন।

যথার্থ তদন্তের স্বার্থে আসামিদের গ্রেফতার করে আগামী ১২ ফেব্রুয়ারি আদালতে হাজির করারও নির্দেশ দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ শাসনামলে গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম মামলাটি দায়ের করেন।

গ্রেফতার ও তদন্তের স্বার্থে শুনানিতে সবার নাম প্রকাশ করা হয়নি। শেখ হাসিনাসহ অপর তিন আসামি হলেন সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান।

তাদের মধ্যে জিয়াউল আহসান ট্রাইব্যুনালের আরেকটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন। এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে গুমের দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো।

আরও খবর

Back to top button