কাপাসিয়ার টোক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গ্রেফতার
কাপাসিয়া প্রতিনিধি : কাপাসিয়ার টোক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জাহিদ হাসান (২৩) ওই ইউনিয়নের কাশেরা গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, ওই নেতার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা এবং কাপাসিয়া ডাকবাংলোতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। শনিবার দুপুরে তাকে চালান দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে।