কাপাসিয়ায় গাছ কাটা নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ায় গাছ কাটা নিয়ে বিরোধে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার টোক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবু তাহের (৫৫) একই এলাকার মৃত জমির উদ্দিনের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
এ ঘটনায় নিহতের চাচাতো ভাই আবুল কাশেম ও পারভীনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহতের পরিবার অভিযোগ করেন, তাদের সঙ্গে আবুল কাশেমের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। আবুল কাশেম ওই জমি থেকে একটি গাছ কাটতে গেলে আবু তাহের বাধা দেন।
এতে ক্ষিপ্ত হয়ে আবুল কাশেম ও তার ছেলে পারভেজ লাঠি দিয়ে আবু তাহেরকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, ঘটনার পর দুজনকে গ্রেফতার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।