গাজীপুরে জাতীয় অভিবাসী ও প্রবাসী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে জাতীয় অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাফিসা আরেফীন ও বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আবুল কালাম আযাদ।

এ সময় বেসরকারি আইএফআইসি ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী হিসেবে খন্দকার মহিদুল ইসলাম মামুনের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ওয়াহিদ হোসেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক হাসান আল কামাল, আইএফআইসি ব্যাংকের জেলা শাখার ব্যবস্থাপক নুরুল ইসলাম, মার্কেটিং অফিসার শহীদুল ইসলাম, রেজাউল করিম বাপ্পী প্রমুখ।

আরও খবর

Back to top button