জয়দেবপুর-ঢাকা রুটে দুই জোড়া কমিউটার ট্রেন চালু
নিজস্ব প্রতিবেদক : অফিসগামী যাত্রীদের সুবিধার জন্য জয়দেবপুর-ঢাকা রুটে দুই জোড়া কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে।
রবিবার সকালে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল করিম খান এর উদ্বোধন করেন।
উপদেষ্টা ফাওজুল করিম খান বলেন, এখন অল্প সময়ের মধ্যে যাত্রীরা যাতায়াত করতে পারবেন। নরসিংদী-ঢাকা ও নারায়ণগঞ্জ-ঢাকা রুটেও কমিউটার ট্রেন চালু করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন প্রমুখ।
উল্লেখ্য, ট্রেনগুলোর মধ্যে জয়দেবপুর কমিউটার জয়দেবপুর থেকে ছাড়বে সকাল সাতটা ১০ মিনিটে ও ঢাকায় পৌঁছবে আটটা ২৫ মিনিটে। আর তুরাগ কমিউটার ঢাকা থেকে ছাড়বে ভোর পাঁচটায় ও জয়দেবপুরে পৌঁছবে সকাল ছয়টায়।
জয়দেবপুর কমিউটার ঢাকা থেকে ছাড়বে ভোর পাঁচটা ২৫ মিনিটে ও জয়দেবপুর পৌঁছবে সকাল ছয়টা ২৫ মিনিটে। আর তুরাগ কমিউটার জয়বেদপুর থেকে ছাড়বে সকাল ছয়টা ৩০ মিনিটে ও ঢাকা পৌঁছবে সাতটা ৪০ মিনিটে।
ট্রেনগুলো ধীরাশ্রম, টঙ্গী, বিমানবন্দর, বনানী ও তেজগাঁও স্টেশনে যাত্রা বিরতি করবে। জয়দেবপুর কমিউটারের সাপ্তাহিক ছুটি শনিবার ও তুরাগ কমিউটারের সাপ্তাহিক ছুটি শুক্রবার।