কালিয়াকৈরে অভিযান, শতাধিক স্থাপনা গুঁড়িয়ে ৬ একর বনভূমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈরে যৌথ বাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়ে মূল্যবান ছয় একর বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ।

বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদের নেতৃত্বে কালিয়াকৈর রেঞ্জের পূর্ব চন্দ্রা মৌজার বোর্ড মিল ও পাশা গেট এলাকায় এ অভিযান চালানো হয়।

এতে সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে ওঠা শতাধিক স্থাপনা এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে ছয় একর বনভূমি উদ্ধার করা হয়েছে।

অভিযানে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ সদস্যদের পাশাপাশি ঢাকা বন বিভাগের চারটি রেঞ্জের ২৫টি বিটের কর্মকর্তারা অংশ নেন।

গত ৫ আগস্ট গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন এলাকায় ব্যাপক হারে বনভূমি দখল ও গাছ কাটা শুরু হয়। বাধা দিতে গিয়ে বন কর্মকর্তা-কর্মচারীরা হামলার শিকার হন।

এই অভিযানের খবরে দখলকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। চাঙা হচ্ছে বন বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মনোবল।

কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা মনিরুল করিম ঘটনার আড়ালে-কে জানান, গণ-অভ্যুত্থানের পর রেঞ্জ কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ১২টি অস্ত্র লুট করা হয়। পরে বনভূমি দখল শুরু হলে তারা বারবার প্রতিরোধের চেষ্টা করেন। কিন্তু আক্রমণাত্মক পরিস্থিতির কারণে প্রতিরোধ করা যায়নি।

তিনি আরও জানান, গত ১৬ অক্টোবর উপজেলা প্রশাসনের বৈঠকে অভিযানের সিদ্ধান্ত হয়। পরে বিভিন্ন এলাকায় নিজ দায়িত্বে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করা হলেও দখলকারীরা আমলে নেয়নি। বনভূমি রক্ষায় তারা তৎপর থাকবেন।

সহকারী বন সংরক্ষক (এসিএফ) রেজাউল আলম জানান, উদ্ধারকৃত বনভূমি যাতে ভবিষ্যতে আবারও দখল না হয়ে যায়, সে জন্য নজরদারি করা হবে। একই সঙ্গে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Back to top button