কালীগঞ্জে বিএনপি নেতা আকলুকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কালীগঞ্জে এক বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

উপজেলার মোক্তারপুর ইউনিয়নের নাসু মার্কেট এলাকায় শুক্রবার এ ঘটনা ঘটে।

নিহত ইমদাদুল হক আকলু (৬০) ওই ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক নয়ন বাগমার অভিযোগ করেন, আকলু চা পান করতে নাসু মার্কেটে গেলে আওয়ামী লীগের লোকজন লাঠিসোঁটা নিয়ে হামলা করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মারুফ হোসেন জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও খবর

Back to top button