আন্দোলনে নিহত কাপাসিয়ার জাকিরের পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার উত্তরায় গুলিতে নিহত হন কাপাসিয়ার বারিষাব ইউনিয়নের চরদুর্লভখাঁ গ্রামের যুবক জাকির হোসেন।

উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি যখন চরম দুশ্চিন্তায়, তখন তাদের পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামীর উপজেলা শাখা।

সোমবার সকালে গিয়াসপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সংগঠনের কর্মী সম্মেলনে আর্থিক সহায়তা হিসেবে নিহতের স্ত্রীর হাতে নগদ দুই লাখ টাকা তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ড. জাহাঙ্গীর হোসেন, নায়েবে আমির মাওলানা শেফাউল হক, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইউবী, জেলা ওলামা বিভাগের সেক্রেটারি শামসুল আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরহাদ মোল্লা, সাংবাদিক অধ্যাপক শামসুল হুদা লিটন, জামায়াত নেতা আবুল ফাত্তাহ, আবু নাঈম, ইমরান হোসাইন, ইমতিয়াজ বকুল, মাওলানা মো. আলাউদ্দিন, মাওলানা জিয়াউর রহমান প্রমুখ।

আরও খবর

Back to top button