বসুন্ধরার মিডিয়া হাউজে হামলার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : বসুন্ধরা গ্রুপের ইস্টওয়েস্ট মিডিয়া হাউজে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন হয়েছে।

মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ি রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে ভাওয়ালগড় বাঁচাও আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার হাসিবুর রহমানের সভাপতিত্বে ও জেলা প্রেসক্লাবের সভাপতি এ কে এম রিপন আনসারীর সঞ্চালনায় বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি খায়রুল ইসলাম, সময় টিভির প্রতিনিধি রাজিবুল হাসান, গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, ডেইলি স্টারের প্রতিনিধি মনজুরুল হক, সাংবাদিক শহিদুল ইসলাম, এস এম হাবিবুর রহমান, মেহেদী হাসান বিপ্লব, মাসুদ রানা, বোরহান উদ্দিন অরণ্য, মো. জাকারিয়া, সাব্বির আহম্মেদ রুবেল, শিক্ষক ইসমাইল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, শেখ হাসিনা সরকারের সময়ে কালের কণ্ঠসহ ইস্টওয়েস্ট মিডিয়া সাহস করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছে। কিন্তু সোমবার মিডিয়া হাউজের সাতটি প্রতিষ্ঠানে ন্যক্কারজনক হামলায় জাতি হতবাক। যারা হামলা ও ভাঙচুর করেছে, তাদেরকে খোঁজে আইনের আওতায় এনে বিচার করতে হবে।

আরও খবর

Back to top button