শ্রীপুরে পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ, গাড়ি ও পুলিশ বক্সে আগুন

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ও অগ্নিসংযোগ করা হয়েছে।

শনিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেলা সোয়া ১১টার দিকে পল্লী বিদ্যুৎ মোড়ে অবস্থান নেন। দুপুরে তারা মাওনা চৌরাস্তায় এসে পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন।

পরে মাওনা ফ্লাইওভারের নিচে হাইওয়ে পুলিশের দুটি পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। এ সময় পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে কয়েকজন আহত হন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান জানান, আন্দোলনকারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে গাড়িতে আগুন দিয়েছেন। হাইওয়ে পুলিশের দুটি বক্সেও আগুন দেওয়া হয়েছে।

আরও খবর

Back to top button