কাপাসিয়ার বলখেলা বাজার সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ার ঐতিহ্যবাহী বলখেলা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল-২০২৪ ঘোষণা করা হয়েছে।

শনিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার হারুন অর রশীদ দুই সহকারী নির্বাচন কমিশনার আজমল হুদা ও রাশেদ খোকাকে সঙ্গে নিয়ে তফসিল ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সমিতির আহ্বায়ক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ গনি, সদস্য সচিব মোফাজ্জল হোসেন, আহ্বায়ক সদস্য রফিকুল ইসলাম চৌধুরী, সমিতির সাবেক সভাপতি আতিকুর রহমান সরকার, ইউপি মেম্বার মেজবাহ উদ্দিন প্রমুখ।

তফসিল অনুযায়ী, আগামী ২৯ জুন থেকে ১ জুলাই পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। ২০ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও খবর

Back to top button