জামায়াতের রাজনীতি কমিউনিস্ট পার্টির মত : বললেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি জামায়াতে ইসলামীর রাজনীতি সমর্থন করি না। কিন্তু তাদের রাজনীতির যে কৌশল, তা অত্যন্ত বিজ্ঞানসম্মত। ঠিক কমিউনিস্ট পার্টির মত।

তিনি বলেন, তাদের ছাত্রশিবিরের স্টাডি সেল আছে। তাদের প্রত্যেককে লেখাপড়া করতে হয়। নিজেরা বই-পত্রিকা প্রকাশ করে। জ্ঞানের চর্চা ছাড়া সফল হতে পারবেন না।

রবিবার জাতীয় প্রেসক্লাবে দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।

বর্তমান সরকারকে ‘বর্গি’ উল্লেখ করে তিনি বলেন, পত্রিকা খুললে শুধু লুট আর লুট। তারা দেশ থেকে লুট করে বিদেশে পাচার করছে। ক্ষমতা চলে গেলেই বিদেশে চলে যাবে।

বিএনপি মহাসচিব বলেন, সংসদ সদস্য চোরাচালানে জড়িত। শেয়ারবাজারে রথী–মহারথীরা লুটপাট করছে। কেউ দরবেশ, কেউ সন্ন্যাসী বেশে এসব কাজের সঙ্গে জড়িত। কোন জবাবদিহি নেই।

তিনি আরও বলেন, সব প্রতিকূলতা থেকে মাথা উঁচু করে দাঁড়াতে হলে জিয়াউর রহমানকে জানতে হবে। শুধু স্লোগান দিয়ে রাজনীতি করলে হবে না। জেনে-শুনে রাজনীতি করতে হবে।

আরও খবর

Back to top button