এমপি আনারকে হত্যার পর প্রমাণ না রাখতে মাংস ও হাড় আলাদা করা হয়
নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহের কালীগঞ্জ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী নৃশংসভাবে হত্যা করা হয়।
এরপর আসামিরা নিহতের শরীরের মাংস ও হাড় আলাদা করে গুম করেন। যাতে কোন প্রমাণ না থাকে।
শুক্রবার এসব তথ্য উল্লেখ করে মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান তিন আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
এতে বলা হয়, পলাতক আসামি শাহিন গ্রেফতারকৃত আসামিদের সঙ্গে নিয়ে গত ৩০ এপ্রিল কলকাতার নিউ টাউন এলাকার ভাড়া বাসায় যান। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ব্যবসায়িক মিটিংয়ের কথা বলে এমপি আনারকে কলকাতায় যেতে বলেন।
শাহিন গত ১০ মে আনারকে না জানিয়ে বাংলাদেশে চলে আসেন। আসার সময় তিনি আসামি আমানুল্লাহকে হত্যার দায়িত্ব দিয়ে আসেন।
আনার গত ১২ মে কলকাতায় যান। পরদিন আমানুল্লাহ, ফয়সাল আলী ও সিলিস্তা রহমানসহ অজ্ঞাতনামা আসামিরা আনারকে হত্যা করে বাংলাদেশে চলে আসেন।
শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দিলরুবা আফরোজ তিথি আসামিদের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।