সাবেক আইজিপি বেনজীরের ‘অবৈধ সম্পদ অনুসন্ধানে’ দুদকের কমিটি

নিজস্ব প্রতিবেদক : পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের অবৈধ সম্পদ অনুসন্ধানে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন।

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমীন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৩১ মার্চ সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন নিয়ে একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। পরবর্তী সময়ে আরও কিছু মিডিয়ায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই অভিযোগগুলোর বিষয়ে দুদক আইন অনুযায়ী কার্যক্রম শুরু করেছে।

সচিব আরও বলেন, গত ১৮ এপ্রিল দুদকে একটি সভা হয়। সেখানে মিডিয়ায় প্রকাশিত তথ্য বিবেচনায় নিয়ে বেনজীর আহমেদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে অনুসন্ধান শেষ করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, দৈনিক কালের কণ্ঠে ‘বেনজীরের ঘরে আলাদীনের চেরাগ’ ও ‘বনের জমিতে বেনজীরের রিসোর্ট’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ নিয়ে হাইকোর্টে একটি রিট আবেদনও করা হয়েছে।

আরও খবর

Back to top button