গাজীপুরে বনের জবর দখল উচ্ছেদের দাবিতে গাপার মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে বনভূমি দখল করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার গাজীপুর পরিবেশ আন্দোলনের উদ্যোগে ঢাকা বন বিভাগের রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এতে সংগঠনের সভাপতি ফেডরিক মুকুল বিশ্বাস বলেন, আমরা যদি এই পরিবেশ, গাছ রক্ষা করতে না পারি, তাহলে আমরা এই পৃথিবী থেকে হারিয়ে যাব। জবর দখল উচ্ছেদে বন বিভাগ ও জেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।

তিনি বলেন, দখল অনেক হয়েছে, সীমা অতিক্রম করেছে। বন কর্মকর্তা যারা জড়িত, তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। হয়রানিমূলক বন মামলা বন্ধ করতে হবে।

গাপার সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, সরকারি তথ্যমতে গাজীপুরের মোট বনভূমির প্রায় ১২ হাজার একর জবর দখল হয়েছে। প্রকৃতপক্ষে তা বেড়ে এখন দ্বিগুণের পথে। বন বিভাগের লোকজনের সহায়তায় শিল্প ও রিসোর্ট মালিকরা দখল করায় তেমন কোন ব্যবস্থা নিতে দেখা যায় না।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোছাদ্দেকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন সবুজ, সহ-সাংগঠনিক সম্পাদক সোহাগ রহমান, অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, আল ইহসান গ্রুপের চেয়ারম্যান ইমরান হোসাইন মনির, সাংবাদিক তারেক রহমান জাহাঙ্গীর প্রমুখ।

আরও খবর

Back to top button