গাজীপুরে নিখোঁজের ২২ দিন পর পুকুরপাড়ে মিলল তরুণের লাশ

সাইফুল ইসলাম : গাজীপুরে নিখোঁজের ২২ দিন পর এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় নগরীর গজারিয়াপাড়া এলাকার প্যানাশ সোয়েটার কারখানা মালিকের বাংলোবাড়ির পুকুরপাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আলমগীর হোসেন (২৩) গজারিয়াপাড়া এলাকার মোশারফ হোসেনের ছেলে।

এ ঘটনায় একই এলাকার আবদুল করিমের ছেলে দেলোয়ার হোসেন (৪০) ও শরিফা বেগমের ছেলে শরীফুল ইসলামকে (২৩) আটক করেছে পুলিশ।

নিহতের পরিবার জানায়, আলমগীর গত ২ ফেব্রুয়ারি রাতে একজনের ফোনে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডাইরি করা হয়।

সদর থানার এসআই সাহেব আলী ঘটনার আড়ালে-কে জানান, মোবাইল ফোনের সূত্র ধরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

আরও খবর

Back to top button