বাংলাকে এবার জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে চাই : পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, সারা বিশ্বে ৩৫ কোটির বেশি বাংলা ভাষাভাষী আছে। যে কারণে আমরা বাংলাকে এবার জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।
তিনি বলেন, আন্তর্জাতিক ভাষা হিসেবে বাংলা ভাষার স্বীকৃতি আন্তর্জাতিক অঙ্গনে একটি বিশাল অর্জন। জাতির পিতা শেখ মুজিবুর রহমান জেলখানায় বসে সিদ্ধান্ত দিয়েছিলেন ২১ ফেব্রুয়ারি প্রতিবাদ দিবস হিসেবে পালিত হবে।
বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
উল্লেখ্য, বর্তমানে জাতিসংঘের দাপ্তরিক ভাষা ছয়টি। ভাষাগুলো হল ইংরেজি, আরবি, চীনা, ফরাসি, রাশিয়ান ও স্প্যানিশ।
জাতিসংঘে একটি নতুন দাপ্তরিক ভাষা চালু করতে হলে কর্তৃপক্ষের বছরে ৬০০ মিলিয়ন ডলার ব্যয় হয়। কয়েকবার চেষ্টা করা হলেও শুধু আর্থিক কারণে বাংলাকে দাপ্তরিক ভাষা করা যায়নি।