নিজেকে ‘জাতীয় পার্টির চেয়ারম্যান’ ঘোষণা করলেন রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ নিজেকে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়েছেন।

একই সঙ্গে জাপার প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশীদকে দলের মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ সময় জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন রওশন এরশাদ।

রবিবার দুপুরের দিকে রাজধানীর গুলশানের বাসভবনে মতবিনিময় সভায় তিনি নিজের এ সিদ্ধান্তের কথা জানান।

সভায় জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত, অব্যাহতিপ্রাপ্ত ও স্বেচ্ছায় পদত্যাগকারী নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

রওশন এরশাদ বলেন, দলের গঠনতন্ত্রের ২০-এর ১ ধারা অনুযায়ী জি এম কাদের ও মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি প্রদান করলাম।

তিনি আরও বলেন, জাতীয় পার্টি ক্ষতিগ্রস্ত হোক, তা মেনে নিতে পারি না। জি এম কাদের এবং মুজিবুল হক চুন্নু দলকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন।

রওশন এরশাদের এই ঘোষণার পর দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, তিনি এসব বিষয়কে গুরুত্ব দেন না। কারণ এগুলো একাধিকবার হয়েছে।

উল্লেখ্য, জি এম কাদের জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের ছোট ভাই। আর রওশন এরশাদ তার ভাবি।

তাদের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক টানাপোড়েন চলে আসছে। এর জেরে রওশন এরশাদ ও তার ছেলে রাহগির আলমাহি এরশাদ এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেননি।

আরও খবর

Back to top button