কালিয়াকৈরে সরকার ঘোষিত বেতনের দাবিতে কোকোলার শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈরে সরকার ঘোষিত বেতনের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।

সোমবার সকালে উপজেলার মৌচাক এলাকার কোকোলা ফুড প্রোডাক্টস কারখানার সামনে এ কর্মসূচি পালন করা হয়।

শ্রমিকরা অভিযোগ করেন, সরকার শ্রমিকদের ন্যূনতম বেতন সাড়ে ১২ হাজার টাকা ঘোষণা করলেও কোকোলা কারখানায় তা মানা হচ্ছে না। মালিক তাদের সর্বনিম্ন বেতন দিচ্ছেন ছয় হাজার ৭০০ টাকা।

কারখানার ভেতর থেকে একটি পক্ষ আন্দোলনকারী শ্রমিকদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেছে। এতে ১৫-২০ জন আহত হয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ লাঠিপেটা ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কারখানার ম্যানেজার (প্রশাসন) আনিসুর রহমান দাবি করেন, কোকোলার শ্রমিকদের বেতন এক হাজার ৩০০ টাকা বাড়িয়ে আট হাজার টাকা করা হয়েছে। বহিরাগত শ্রমিকরা বিক্ষোভ করেছেন। সেখানে তাদের শ্রমিক ছিল না।

জেলা শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দীপক মজুমদার জানান, শ্রমিকদের বোঝানোর চেষ্টা করলেও তারা কথা শোনেননি। পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

আরও খবর

Back to top button