নির্বাচন ভালো হয়েছে, ভোট পড়েছে ৪০ শতাংশ : সিইসি

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, অনেক ভালো নির্বাচন হয়েছে। আমি এতটা প্রত্যাশা করিনি।

তিনি বলেন, শুধু বলছি কোন সহিংসতা হয়নি, এ জন্য আমরা সেটিসফাইড। আল্লাহর রহমতে একজনও মারা যাননি। আর মারামারির যে সহিংসতা, সেটা খুব একটা হয়নি।

রবিবার রাতে নির্বাচন ভবনে ফলাফল সংগ্রহ ও বুথ পরিদর্শনে এসে সিইসি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচনে বিরোধিতা ছিল। সেটাকে অতিক্রম করে ৪০ শতাংশ ভোট পড়েছে। যেখানে কিছু কিছু অনিয়ম হয়েছে, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি।

আরও খবর

Back to top button