সিলেট গ্যাসক্ষেত্রের প্রথম স্তরে মিলল তেলের সন্ধান

নিজস্ব প্রতিবেদক : সিলেট গ্যাসক্ষেত্রের ১০ নম্বর কূপের প্রথম স্তরে তেলের সন্ধান পাওয়া গেছে। পরীক্ষামূলকভাবে এর প্রবাহ প্রতি ঘণ্টায় ১৫৯ লিটার।

এ ছাড়া কূপটির তিনটি স্তরে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। দুই মাস আগে কূপের খনন কাজ শুরু হয়।

প্রথম দিনে দুই ঘণ্টায় ৭০ ব্যারেল তেল উঠেছে। আগামী ২০ বছর এখান থেকে সুফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

রবিবার সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এসব তথ্য জানান।

এর আগে ১৯৮৬ সালে হরিপুরে প্রথম তেলের সন্ধান পাওয়া যায়। এটা পাঁচ বছর স্থায়ী হয়েছিল।

আরও খবর

Back to top button