গাজীপুরে লরির ধাক্কায় পুলিশের পিকআপ উল্টে কনস্টেবল নিহত

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে লরির ধাক্কায় পুলিশের পিকআপ ভ্যান উল্টে একজন নিহত ও দুজন আহত হয়েছেন।

শনিবার ভোরে সদর থানার রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিতান বড়ুয়া সদর থানার কনস্টেবল। আহতরা হলেন এসআই মোসাব্বির ও কনস্টেবল আক্কাস।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল ইসলাম জানান, টহল ডিউটিতে থাকা অবস্থায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় ইউটার্ন নেওয়ার সময় একটি লরি পুলিশের পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যান উল্টে হতাহত হয়।

তিনি আরও জানান, ঘটনার পর লরি ও চালককে আটক করা যায়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও খবর

Back to top button