গাজীপুরে কসাইকে কুপিয়ে হত্যা, লাশ পড়ে ছিল পানিতে

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে এক কসাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার নগরীর ভোগড়া উত্তরপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত এরশাদ (৩৬) চট্টগ্রামের পাহাড়তলী থানার সরইপাড়া এলাকার সৈয়দ আলীর ছেলে। তিনি নলজানি এলাকার শফিকুলের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন।

নিহতের স্ত্রী শিলা বেগম জানান, তার স্বামী সোমবার বিকেলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ পানিতে ফেলে গেছে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, ঘটনাস্থল থেকে একটি টেঁটা ও দুই জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও খবর

Back to top button