কালিয়াকৈরে হিন্দু ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈরে হিন্দু ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলার সফিপুর বাজার কেন্দ্রীয় কালী মন্দির কমিটির আয়োজনে এক শোভাযাত্রার আয়োজন করা হয়।

এতে বাংলাদেশ বর্মন যুব পরিষদের সভাপতি গিরীশ বর্মনের নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক নিখিল বর্মন, ক্রীড়া সম্পাদক প্রহল্লাদ বর্মন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক কৃষ্ণা সারতি বর্মন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পরিমল চন্দ্র বর্মন, শিল্প বিষয়ক সম্পাদক রবিন চন্দ্র বর্মন ও নির্বাহী সদস্য বিপ্লব বর্মন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন প্রদীপ চন্দ্র বর্মন, সুমন বর্মন, বরুণ বর্মন, উত্তম কুমার বর্মন, শ্যামল বর্মন, মন্দির কমিটির সভাপতি নরেন্দ্র চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক অমল কান্ত বর্মন, নীরেন্দ্র চন্দ্র বর্মন ও বিধান কৃঞ্চ বর্মন।

আরও খবর

Back to top button