কারাগারে বিষ প্রয়োগে হত্যা করা হতে পারে : আদালতকে ইমরান খান

ডেস্ক নিউজ : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তাকে কারাগারে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করা হতে পারে।

ইসলামাবাদ পুলিশ লাইনসে অস্থায়ীভাবে স্থাপিত বিশেষ আদালতে তিনি এ আশঙ্কার কথা বলেন।

পিটিআই দলের প্রধান বলেন, কর্তৃপক্ষ এমন একটি ইনজেকশন দেয়, যাতে ব্যক্তি ধীরে ধীরে মারা যায়।

ইমরান খান আদালতকে আরও বলেন, তিনি তার ব্যক্তিগত চিকিৎসক ফয়সাল সুলতানের কাছ থেকে চিকিৎসা নিতে চান।

আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে ইমরান খানকে গ্রেফতার করে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো।

পরে আদালতে হাজির করে ১৪ দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বছরের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে ইমরান খানের সরকার ক্ষমতাচ্যুত হয়।

এদিকে ইমরান খানকে গ্রেফতারের পর বিভিন্ন স্থানে সহিংসতায় আটজন নিহত ও প্রায় এক হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker