ভারতের ওডিশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত বেড়ে ২৮৮

ডেস্ক নিউজ : ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৮৮ জনে দাঁড়িয়েছে।

দেশটির ওডিশা রাজ্যের ফায়ার সার্ভিসের মহাপরিচালক সুধাংশু সারেঙ্গি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানান।

গত ২০ বছরের মধ্যে এই দুর্ঘটনাকে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বলা হচ্ছে।

ওডিশার বালাসোর জেলার বাহাঙ্গা বাজার এলাকায় শুক্রবার রাতে তিনটি ট্রেনের সংঘর্ষ হয়।

এতে এ পর্যন্ত ২৮৮ জন নিহত ও অন্তত ৮৫০ জন আহতের খবর পাওয়া গেছে।

রেলওয়ে কর্মকর্তারা সাংবাদিকদের জানান, প্রথমে কলকাতাগামী বেঙ্গালুরু-হাওড়া সুপার ফাস্ট এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হয়। পাঁচ মিনিট পর ওই এলাকা অতিক্রম করার সময় চেন্নাইগামী শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমন্ডল এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হয়।

এ সময় করমন্ডল এক্সপ্রেস বেঙ্গালুরু-হাওড়া সুপার ফাস্ট এক্সপ্রেসের কয়েকটি বগিতে আঘাত করে। পরে করমন্ডল এক্সপ্রেসের কয়েকটি বগি আগে থেকে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের ওপর আছড়ে পড়ে।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker