এবার সত্যিই খেলা হয়েছে : জয়ের পর বললেন মমতা

ডেস্ক নিউজ : পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করেছে।

রবিবার সন্ধ্যায় দলটির নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়ে বলেন, এবার আমাদের প্রথম কাজ হবে করোনা মোকাবিলা করা।

তিনি বলেন, এ জয় বাংলার জয়, বাংলার মানুষের জয়। আমাদের লক্ষ্য ছিল ২২১ আসনে জয়ের। আমরা এখন জয়ের পথে ২১৫টি আসনে।

মমতা বলেন, এবার সত্যিই খেলা হয়েছে। আর সেই খেলায় আমরা জিতেছি। তাই আমি গ্রামের বিভিন্ন ক্লাবকে ৫০ হাজার ফুটবল উপহার দেব।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকারের কাছে বিনামূল্যে ভ্যাকসিন চাইব। না দিলে আন্দোলনে নামব।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker