নাইজারে ভয়াবহ জঙ্গি হামলা, নিহত ৭৯

ডেস্ক নিউজ : আফ্রিকার দেশ নাইজারের দুটি গ্রামে জঙ্গি হামলায় অন্তত ৭৯ জন নিহত হয়েছেন।

রবিবার বিবিসি ও রয়টার্সের খবরে বলা হয়, দেশটির চোমবাঙ্গু গ্রামে ৪৯ জন ও জারোমদারে গ্রামে ৩০ জন মারা গেছেন।

গ্রাম দুটি মালি সীমান্তের কাছে। ২০১৭ সাল থেকে সেখানে জরুরি অবস্থা চলছে।

নাইজারের স্বরাষ্ট্রমন্ত্রী আলকাছে আলহাদা জানান, ওই অঞ্চলের সুরক্ষায় অতিরিক্ত সৈন্য পাঠানো হয়েছে।

ফ্রান্স জানিয়েছে, পৃথক দুটি হামলায় মালিতে নিযুক্ত তাদের পাঁচজন সেনা সদস্য নিহত হয়েছেন।

নাইজারে আল কায়েদা ও আইএস জঙ্গিরা প্রায়ই হামলা চালায়। ২০২০ সালে হাজারের অধিক মানুষ নিহত হয়েছেন।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker