সবচেয়ে বড় মসজিদ পরিদর্শন করলেন ওবামা

ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা দেশটির পূর্বাঞ্চলের সবচেয়ে বড় মসজিদ পরিদর্শন করেছেন।

তিনি বুধবার বাল্টিমোরের ক্যান্টন্সভিলে অবস্থিত ওই মসজিদ পরিদর্শন করেন।

এটি যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে ওবামার কোন মসজিদ পরিদর্শনের প্রথম ঘটনা।

সেখানে তিনি বলেন, আপনারা শুধু মুসলিম বা শুধু আমেরিকান নন, আপনারা একই সঙ্গে মুসলিম ও আমেরিকান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমি বলছি, আপনারা এ দেশের জন্য সম্পূর্ণ উপযুক্ত।

এ সময় প্রায় ২০০ মার্কিন মুসলিম প্রতিনিধি উপস্থিত ছিলেন।

কোন রিপাবলিকান রাজনীতিকের নাম না উল্লেখ করে তিনি বলেন, যারা আমাদের বিভক্ত করতে চায়, আমাদের উচিত হবে তাদের রাজনীতিকে প্রত্যাখ্যান করা।

ওবামা বলেন, মার্কিন টেলিভিশন অনুষ্ঠানে ইতিবাচক মুসলিম চরিত্র দেখানো উচিত। তিনি মনে করিয়ে দেন, একটা সময় ছিল যখন এ দেশের টিভিতে কালো মানুষদেরও দেখা যেত না।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker