ধর্ষণ ও নিপীড়ন : যুক্তরাষ্ট্রে পুলিশ কর্মকর্তার ২৬৩ বছরের কারাদন্ড

ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্রে চার নারীকে ধর্ষণসহ বেশ কয়েকজনকে যৌন নিপীড়নের দায়ে পুলিশের সাবেক কর্মকর্তার ২৬৩ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, বৃহস্পতিবার ওকলাহোমা নগর পুলিশের সাবেক কর্মকর্তা ড্যানিয়েলকে (২৯) আদালত ওই দন্ড দেন।

ড্যানিয়েলের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নসহ ৩৬টি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে ১৮টি অভিযোগ প্রমাণিত হয়।

ভুক্তভোগীরা আদালতকে বলেন, ওই কর্মকর্তা তাদের জীবন ধ্বংস করে দিয়েছেন।

২০১৩ সালের ডিসেম্বর থেকে ২০১৪ সালের জুনের মধ্যে ড্যানিয়েল ওই নারীদেরকে ধর্ষণ ও যৌন নিপীড়ন করেন।

২০১৫ সালের জানুয়ারিতে তাকে চাকরিচ্যুত করা হয়।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker