রোহিঙ্গা সমস্যা নিরসনে সহযোগিতা করবে ভারত

ডেস্ক নিউজ : বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনে সাথে থাকতে চায় ভারত।

শুক্রবার রাষ্ট্রপতি আবদুল হামিদ নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে সাক্ষাৎ করতে গেলে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ আগ্রহ ব্যক্ত করেন।

তিনি রাষ্ট্রপতিকে বলেন, বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা নিরসনে দিল্লির সহযোগিতা অব্যাহত থাকবে। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব।

মোদি আরও বলেন, রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের একার নয়। এটা সমগ্র দক্ষিণ এশিয়ার জন্য মারাত্মক হুমকি।

বৈঠকে রাষ্ট্রপতি তিস্তার পানি বণ্টনের বিষয়টি মীমাংসার কথা বলেন। এ সময় মোদিও বিষয়টির সমাধানে যৌথ নদী কমিশনের ওপর গুরুত্ব আরোপ করেন।

রাষ্ট্রপতি দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করে বলেন, এ সম্পর্ক জোরদার ও সমৃদ্ধ হয়েছে বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী মোদির রাষ্ট্রনায়কোচিত নেতৃত্বের কারণে।

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন প্রমুখ।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তিন দিনের সফরে বুধবার নয়াদিল্লি যান রাষ্ট্রপতি।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker