গাজীপুরে তিতাস কর্মকর্তার বাড়ির কাছে অবৈধ গ্যাসের ছড়াছড়ি!

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বহাল রয়েছে।

অভিযানে উচ্ছেদ হলেও অনেক এলাকায় পুনরায় সংযোগ দেওয়া হয়েছে।

জেলা সদরের ভাওয়ালগড় ইউনিয়নের মনিপুর, গিলাগাছা এবং মির্জাপুর ইউনিয়নের তালতলী ও জয়নাতলী এর মধ্যে অন্যতম।

গাজীপুর তিতাসের উপ-সহকারী প্রকৌশলী রেজাউল হকের বাড়ি এলাকাগুলোর পাশে ডগরীতে।

এলাকাবাসী জানান, মনিপুর, গিলাগাছা, তালতলী ও জয়নাতলীতে প্রায় এক হাজার অবৈধ রাইজার রয়েছে। কতিপয় অসাধু লোক তাদের কাছ থেকে প্রথমে ২০ থেকে ৫০ হাজার টাকা করে আদায় করেন।

পরে হোতাপাড়া ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলামের নামে পাঁচ হাজার টাকা করে আদায় করা হয়। এরই মধ্যে তিনি অন্যত্র বদলি হয়েছেন।

গত ৫ আগস্ট মনিপুর পশ্চিম পাড়ায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। তখন রাইজারগুলো উচ্ছেদ করা হলেও পুনরায় চালু করা হয়েছে।

একাধিক বাড়ির মালিক জানান, অবৈধ গ্যাস সংযোগ চক্রের সদস্যরা হলেন মনিপুর পশ্চিম পাড়ার আজহার মন্ডল, সুরুজ, বাজার এলাকার শাহজালাল, গিলাগাছার রবীন্দ্র, আলিম ও তালতলীর খোরশেদ।

তাদের মধ্যে আজহার গাড়ি পোড়ানো ও বন মামলার আসামি। তার দাপটও বেশি।

গিলাগাছায় পৌনে ১০০ রুম করে ভাড়া দিয়েছেন মোন্তাজ উদ্দিন মোন্তা। পুরো বাড়িতেই অবৈধ গ্যাস। অভিযানে একবার বিচ্ছিন্ন হলেও আবার চালু করা হয়েছে।

জানতে চাইলে মোন্তা আলোকিত নিউজকে বলেন, তিনি দুই বছর ধরে গ্যাস চালাচ্ছেন। এ জন্য তার কয়েক লাখ টাকা খরচ হয়েছে। সবার সংযোগ বিচ্ছিন্ন হলে তিনি আর চালাবেন না।

এ ব্যাপারে উপ-সহকারী প্রকৌশলী রেজাউল হকের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker