গাজীপুরের ভোড়ায় অবৈধ পারফিউম কারখানার দৌরাত্ম্য
আলোকিত প্রতিবেদক : গাজীপুর জেলা শহরের ভোড়ায় অবৈধ পারফিউম কারখানা গড়ে উঠেছে।
জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত একবার অভিযান পরিচালনা করলেও থামছে না দৌরাত্ম্য।
সরেজমিনে জানা যায়, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালের দক্ষিণে ভোড়া। এখানকার আফছুর দোকানের উত্তর পাশে বাদলের বাড়ির ভেতরে ওই কারখানা। নাম রেইন পারফিউমারি এন্ড কসমেটিকস।
কারখানাটির মালিক আবদুস সাত্তার শাওন। স্থানীয় বাদল তার অংশীদার। তারা কেমিক্যাল দিয়ে পারফিউম তৈরি করেন।
চান্দনা চৌরাস্তা ও রওশন সড়ক এলাকায় তাদের দুটি শোরুম রয়েছে। সেখান থেকে পণ্যগুলো খুচরা ও পাইকারি বিক্রি করা হয়।
এ ছাড়া পণ্য পরিবহনের জন্য রয়েছে নিজস্ব ভ্যান। না বুঝে ভেজাল পণ্য কিনে প্রতারিত হচ্ছেন জনসাধারণ।
এলাকাবাসী জানান, চাঁদপুরের শাওন কয়েক বছর আগে এখানে পাঁচ কাঠা জমি কিনে বাড়ি করেন। পরে বাড়ির ভেতরেই সাইনবোর্ডবিহীন কারখানা গড়ে তুলেন।
বিষয়টি নিয়ে দৈনিক অন্যদিগন্তে প্রতিবেদন প্রকাশিত হলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান।
এরপর শাওন মারিয়ালী এলাকায় কারখানা চালু করেন। এক পর্যায়ে বাড়ির মালিক অবৈধ কর্মকাণ্ড জানতে পেরে তাকে বের করে দেন।
বর্তমানে নতুন ঠিকানায় চলা কারখানায় গেলে ঢুকতে দেওয়া হয়নি। পরে দেখা করে কথা বলেন শাওন ও বাদল।
তারা স্বীকার করেন, কারখানায় পারফিউম হেভেন টাচসহ কয়েকটি পণ্য উৎপাদিত হয়। তাদের ল্যাব ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই।