কাপাসিয়ার সনমানিয়া ভূমি অফিসে মিলেমিশে দুর্নীতি!

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ার সনমানিয়া ইউনিয়ন ভূমি অফিসে অনিয়ম ও দুর্নীতি চলছে প্রকাশ্যে।

আড়াল বাজারে অবস্থিত এ অফিসের কর্মকর্তারা ভিটি বরাদ্দ ও নবায়ন বাণিজ্যের পাশাপাশি খারিজ বাণিজ্যে মেতেছেন বলে অভিযোগ।

সম্প্রতি জনসাধারণের পক্ষে জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকসহ দুর্নীতি দমন কমিশন বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, অফিসটির সহকারী ভূমি কর্মকর্তা দিলীপ কুমার সাময়িক বরখাস্ত আছেন। চাঁদপুর অফিসে থাকাকালীন ভূমি উন্নয়ন করের টাকা আত্মসাৎ করায় তাকে বরখাস্ত করা হয়।

এখন অফিস চালাচ্ছেন উপ-সহকারী ভূমি কর্মকর্তা এস এম আল-আমিন। সুযোগ পেয়ে তিনি বেপরোয়া হয়ে উঠেছেন।

অফিসটিতে ঢুকতেই উত্তর পাশে চেয়ার-টেবিলে কর্মচারীর মত বসে কাজ করেন স্থানীয় অহিদুজ্জামান খান অহিদ। তিনি মূলত দালাল।

অহিদকে দিয়ে খাজনা ও ভূমি উন্নয়ন কর আদায় এবং নোটিশ জারি করানো হয়। পাশাপাশি নামজারির মিস কেসও তদন্ত করেন তিনি।

যুবলীগ নেতা হিমেল বেপারী জানান, উপ-সহকারী কর্মকর্তা আল-আমিন ও দালাল অহিদ সহজ-সরল মানুষের কাছ থেকে কৌশলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন।

আড়াল বাজার ব্যবসায়ী সমিতির নেতা আফজাল হোসেন কিরণ বলেন, অহিদ ভূমি অফিসের কেউ না। তবুও গুরুত্বপূর্ণ নথিপত্র তার কাছে থাকে।

গত মাসে এসিল্যাণ্ড হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে যান। তখন অহিদের কর্মকাণ্ড দেখে তাকে অফিস থেকে বের করে দেন।

এ ব্যাপারে উপ-সহকারী কর্মকর্তা আল-আমিনের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি অভিযোগ অস্বীকার করেন।

আর অহিদ দাবি করেন, তিনি এলাকার জনসেবক। মানুষের প্রয়োজনে অফিসে গিয়ে কাজ করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সাকিব বলেন, অভিযোগগুলো তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker