গাজীপুরে সংরক্ষিত বন দিয়ে ৩ কারখানার রাস্তা!

আলোকিত প্রতিবেদক : গাজীপুরে বন্যপ্রাণীর অভয়ারণ্য এলাকায় বনের ভেতর দিয়ে আধা পাকা রাস্তা করা হয়েছে।

রাস্তাটি দিয়ে দিন-রাত তিনটি কারখানার মালবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল করছে।

এসব প্রকাশ্যে ঘটলেও স্থানীয় বন কর্মকর্তারা বনভূমি রক্ষার বদলে নীরব ভূমিকা পালন করছেন।

সরেজমিনে জানা যায়, জাতীয় উদ্যান এলাকার পশ্চিমে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে ঘন গজারি বন। জোৎস্না ফিলিং স্টেশনের উত্তরে বনের বুক চিরে তৈরি করা হয়েছে রাস্তা। সম্প্রতি ইট-সিমেন্টের খোয়া ও বড় বড় খন্ড ফেলে রাস্তাটি স্থায়ী করা হচ্ছে।

রাস্তা ধরে পশ্চিমে আধা কিলোমিটার এগোলে নান্দুয়াইন এলাকা। প্রথমে ম্যাকডোনাল্ড কীটনাশক কারখানা। সাথে চায়না ব্যাটারি ও এশিয়ান পেইন্টসের কাঁচামাল সরবরাহকারী প্রতিষ্ঠান।

গজারি বন পার হলেই আকাশমনি বাগান। রাস্তাটি বাগানের বুকও ভেদ করেছে। ম্যাকডোনাল্ড কারখানার তিন দিক দিয়ে আকাশমনি গাছ। গেটের সামনে কিছু অংশ দখল করে প্রবেশের রাস্তা করা হয়েছে।

একাধিক এলাকাবাসী আলোকিত নিউজকে জানান, ওই রাস্তা আগে পায়ে হাঁটার পথ ছিল। কারখানার মালিক রাস্তা প্রশস্ত করেছেন। এতে অনেক গাছপালা ধ্বংস হয়েছে। আশপাশে বসতি কম হওয়ায় জনসাধারণের চলাচলও কম।

তারা আরও জানান, ম্যাকডোনাল্ড কারখানার মালিক সরোয়ার কামাল। তিনি কারখানা সংলগ্ন আকাশমনি বাগানেরও অংশীদার। গেটের সামনের অংশে গাছ মাত্র কয়েকটি।

এ ব্যাপারে কারখানার ম্যানেজার ফরহাদ হোসেন আলোকিত নিউজকে বলেন, আমরা মিলে রাস্তা চলাচলের উপযোগী করেছি। আরও আগে রাষ্ট্রপতি এই রাস্তার অনুমোদন দিয়েছেন।

পরে রাষ্ট্রপতির অনুমোদন দেখতে চাইলে তিনি কয়েক দিন সময় নিয়েও কোন কাগজপত্র দেখাতে পারেননি।

এ ব্যাপারে বাউপাড়া বিট কর্মকর্তা খন্দকার আরিফুল ইসলাম আলোকিত নিউজকে বলেন, ম্যাকডোনাল্ড রাস্তায় কিছু রাবিশ ফেলেছে। তাদের গেটের সামনে যেগুলো স্তূপ করা আছে, সেগুলো সরিয়ে নিতে বলেছি।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker