লন্ডনে পার্লামেন্টের বাইরে হামলা : নিহত ৫

ডেস্ক নিউজ : যুক্তরাজ্যে পার্লামেন্টের বাইরে সন্ত্রাসী হামলায় পুলিশসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

বৃহস্পতিবার বিবিসির খবরে বলা হয়, কেউ দায় স্বীকার না করলেও ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে দেখছে পুলিশ।

বুধবার টেমস নদীর ওপর অবস্থিত ওয়েস্টমিনস্টার ব্রিজ দিয়ে পার্লামেন্টে আসার পথে সজোরে গাড়ি চালিয়ে পথচারীদের ওপর উঠিয়ে দেন এক হামলাকারী।

এরপর হামলাকারী একটি ছুরি নিয়ে পার্লামেন্ট ভবনে ঢোকার চেষ্টা করেন।

এ সময় বাধা দিলে এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করা হয়। তখন হামলাকারীকে গুলি করে পুলিশ।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker