বিহারে মদ নিষিদ্ধ করায় নীতীশের প্রশংসা করলেন মোদি

শেখর বৈদ্য, কলকাতা : রাজ্যে মদ নিষিদ্ধ করায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ভূয়সী প্রশংসা করলেন নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার রাতে একটি অনুষ্ঠানে যোগ দিতে রাজধানী পটনায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী।

সেখানে পাশে বসা নীতীশের প্রশংসা করে মোদি বলেন, মদের বিরুদ্ধে অভিযানের জন্য আমি নীতীশ কুমারকে হৃদয় থেকে শুভেচ্ছা জানাচ্ছি।

তিনি যোগ করেন, শুধুমাত্র নীতীশ কুমার বা একটা দল দিয়ে সাফল্য আসবে না। একে সফল করতে হলে সব রাজনৈতিক দল, সামাজিক প্রতিষ্ঠান এবং সকল নাগরিককে এতে অংশগ্রহণ করতে হবে।

নির্বাচনী প্রতিশ্রুতিকে মান্যতা দিয়ে গোটা বিহারে মদ নিষিদ্ধ করেন নীতীশ কুমার।

এ দিন মদ নিষেধাজ্ঞার বিষয়ে জনসচেতনতা বাড়াতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী।

মোদি আরও বলেন, গুজরাটে তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন মদ নিষিদ্ধ করেছিলেন। যা আজও বহাল রয়েছে।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker