সত্য ও শোষিতের পক্ষে স্লোগানে গাজীপুর সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ
নিজস্ব প্রতিবেদক : সত্য ও শোষিতের পক্ষে স্লোগানে আত্মপ্রকাশ করেছে ‘গাজীপুর সাংবাদিক পরিষদ’ নামের একটি সংগঠন।
মঙ্গলবার সদর উপজেলার প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের রোকনুজ্জামান খান দাদাভাই মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এর আত্মপ্রকাশ হয়।
এতে সংগঠনটির প্রধান উপদেষ্টা কবি ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক অসীম বিভাকর।
অনুষ্ঠানে প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মিঠুন সিদ্দিকীর সঞ্চালনায় বিশেষ আলোচক ছিলেন শ্রীপুরের পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক আহাম্মাদুল কবীর খোকন, সাপ্তাহিক ঘটনার আড়ালের ভারপ্রাপ্ত সম্পাদক রুবেল সরকার, কলামিস্ট সাঈদ চৌধুরী ও সাংবাদিক কামরুল ইসলাম।
এ সময় বক্তারা একটি নতুন সাংবাদিক সংগঠনের প্রয়োজনীয়তা তুলে ধরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সত্য ও শোষিতের পক্ষে কাজ করার ওপর আলোকপাত করেন।
পরে দৈনিক দেশ বর্তমানের গাজীপুর প্রতিনিধি মো. মোজাহিদকে সভাপতি ও ঘটনার আড়ালের নিজস্ব প্রতিবেদক মেহেদী হাসান সবুজকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম, সহ-সভাপতি সাইফুল ইসলাম, মো. মনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম সরকার, সহ-সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর ইসলাম, দপ্তর সম্পাদক এস এম জহিরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ শওকত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল-সাদি, আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শুভ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রতাপ চন্দ্র বর্মন, ধর্ম সম্পাদক মনজুর আলম এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেহেদী হাসান মিঠুন।
নির্বাহী সদস্যরা হলেন সাঈদ চৌধুরী, মিঠুন সিদ্দিকী, জুবায়ের প্রধান, অমিতাভ হালদার, শরীফুল ইসলাম, দেলোয়ার শিকদার, সাদ্দাম হোসেন, জাহিদুল ইসলাম খান, সাইদুল ইসলাম রানা, ইকবাল হোসেন, মো. মনিরুজ্জামান ও মোবারক হোসেন।