গাজীপুরের মনিপুরে চাঁদা নিয়ে যুবদল নেতার পাল্টা অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের মনিপুরে অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায় সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন হয়েছে।

শনিবার দুপুরে ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আমির হাসান রিপন এ সংবাদ সম্মেলন করেন।

তিনি বলেন, মনিপুর চৌরাস্তায় যানজট নিরসনের জন্য তারা জয়দেবপুর থানার পরামর্শে চারজন লাইনম্যান নিয়োগ করেন। তাদের বেতন ও অসহায়দের সহযোগিতার জন্য অটোপ্রতি ১০ টাকা করে তোলা হয়।

এক পর্যায়ে কয়েকজন ২০ টাকা করে তোলার জন্য চাপ দেন। তাদের এই প্রস্তাবে রাজি না হওয়ায় এক লাইনম্যানকে মারধর করা হয়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে।

এর জের ধরে যুবদল নেতা রিপন ও তার চার ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজির প্রচার দেওয়া হয়। তিনি বিষয়টি যাচাই-বাছাই করে প্রতিপক্ষের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য জেলা ও সদর উপজেলা বিএনপি নেতৃবৃন্দের কাছে দাবি জানান।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker