শ্রীপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যা, বাবা-চাচা গ্রেফতার
সাদেক মিয়া, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে দুই বছর বয়সী শিশু ফাতেহাকে হত্যার ঘটনায় তার বাবা ও চাচাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন নিহতের বাবা আবদুস সাত্তার (৪০) ও চাচা মোক্তার হোসেন (৩২)। আরেক আসামি একই গ্রামের আবদুর রশিদ শেখের ছেলে ফরহাদ শেখ (২৮) পলাতক রয়েছেন।
এর আগে বৃহস্পতিবার শিশুটির মা কুলসুম আক্তার বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।
গত বুধবার উপজেলার কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর গ্রামে দুই পক্ষের মারামারির সময় ওই শিশুকে কাঠ দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির বাবার সঙ্গে প্রতিবেশী লাল মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। ওই দিন সালিশি বৈঠক চলাকালে মাতব্বর ফালান মৃধা শিশুর চাচাকে ধাক্কা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এক পর্যায়ে মোক্তার হোসেন কাঠ দিয়ে কুলসুমের মাথায় আঘাত করেন। পরে তার কোলে থাকা শিশুটির মাথায় আঘাত করা হয়।
ঘটনার সময় শিশুর বাবা পাশে দাঁড়িয়ে থাকলেও মেয়েকে রক্ষায় কিছুই করেননি। এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে আসল রহস্য ধরা পড়ে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল ফজল মো. নাসিম জানান, নিহতের বাবা ও চাচাকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।