যুক্তরাষ্ট্রে শিশুকে বাঁচাতে গরিলাকে গুলি করে হত্যা
ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাতি চিড়িয়াখানায় পশু-পাখি দেখতে গিয়ে গরিলার ডেরায় পড়ে যায় তিন বছরের একটি শিশু।
এ সময় শিশুটিকে ধরে টানাহেঁচড়া শুরু করে গরিলা। তা চলে ১০ মিনিট।
পরে বাধ্য হয়ে শিশুটিকে বাঁচাতে গরিলাকে গুলি করে হত্যা করে কর্তৃপক্ষ।
দ্য টেলিগ্রাফের খবরে বলা হয়, শনিবার শিশুটি তার অভিভাবকের সাথে চিড়িয়াখানায় যায়। বিকেল চারটার দিকে শিশুটি হামাগুড়ি দিতে দিতে ১০ ফুট নিচে গরিলার ডেরায় থাকা পানির মধ্যে পড়ে যায়।
পরে ১৮০ কেজি ওজনের ১৭ বছর বয়সী ওই গরিলা শিশুটিকে ধরে টানাহেঁচড়া শুরু করে। ১০ মিনিট চেষ্টা করেও শিশুটিকে উদ্ধার করতে না পেরে বাধ্য হয়ে গরিলাটিকে গুলি করে হত্যা করা হয়।